ঢাকা: ইউক্রেনে সামরিক তৎপরতা বন্ধ ও হুমকি দেওয়া থেকে বিরত থাকতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ন্যাটো।
ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ নিয়ে জরুরি আলোচনা বসার আগে ন্যাটো মহাসচিব অ্যান্ডার্স ফগ রামসুসেন এ আহ্বান জানান।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদর দফতের বৈঠকের আগে ইউক্রেন নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন ন্যাটো মহাসচিব।
তিনি বলেন, আমি ন্যাটোর বৈঠক ডেকেছি কারণ রাশিয়া ইউক্রেনে সামরিক হস্তক্ষেপ চালাচ্ছে এবং সার্বভৌম দেশটির বিরুদ্ধে হুমকি দিচ্ছে প্রেসিডেন্ট পুতিন।
ন্যাটো মহাসচিবের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়া যা করছে তা জাতিসংঘের সনদের মূলনীতির লঙ্ঘন। রাশিয়ার সেনা অভিযান ইউরোপের শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি। রাশিয়াকে অবশ্যই তার সামরিক কর্মকাণ্ড বন্ধ ও হুমকি দেওয়া বন্ধ করতে হবে।
তিনি বলেন, ‘ইউরোপের শান্তি ও নিরাপত্তা এবং রাশিয়ার সঙ্গে ন্যাটোর সম্পর্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। ’
আমরা ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্ব সমর্থন করি। বহিরাগতদের হস্তক্ষেপ ছাড়াই ইউক্রেনীয়দের নিজস্ব ভবিষ্যত নিধারণ করার অধিকারকে সমর্থন করি। ইউক্রেন আমাদের প্রতিবেশী এবং ইউক্রেন ন্যাটোর জন্য গুরুত্বপূর্ণ অংশীদার।
এই বিপজ্জনক পরিস্থিতি থেকে দূরে থাকার জন্য সব ধরনের চেষ্টা চালাতে সবপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানিয়েছেন ন্যাটো মহাসচিব। বিশেষ করে রাশিয়াকে উত্তেজনা প্রশমিত করতে আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৪