ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অনুষ্ঠানেই পদত্যাগের ঘোষণা দিলেন উপস্থাপিকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৪
অনুষ্ঠানেই পদত্যাগের ঘোষণা দিলেন উপস্থাপিকা

ঢাকা: তথ্যপ্রযুক্তিকে মানুষ কতভাবেই না কাজে লাগাচ্ছে। এই যেমন টিভি উপস্থাপিকা লিজ ভাল সরাসরি টিভির অনুষ্ঠানে নিজের পদত্যাগের ঘোষণা দিলেন।



লিজ ভাল রাশিয়া টুডে টিভির উপস্থাপিকা ছিলেন। ইউক্রেনে পুতিনের হস্তক্ষেপের প্রতিবাদে বুধবার তিনি অনুষ্ঠান চলাকালীন সময়ে পদত্যাগের ঘোষণা দেন।

ভাল রাশিয়া টুডের ওয়াশিংটন ডিসি-ভিত্তিক করেসপন্ডেন্ট ছিলেন। পদত্যাগের ঘোষণাকালে তিনি বলেন, রাশিয়া সরকারের অর্থায়নে পরিচালিত হয় এমন কোনো নেটওয়ার্কের (টিভি) অংশ হয়ে আমি থাকতে চাই না।

তিনি বলেন, “মার্কিনি হয়ে আমি গর্বিত। সত্য প্রচারে আমি বিশ্বাসী। তাই মিথ্যাচারের অংশ হয়ে থাকতে চাই না বলেই আমি পদত্যাগের ঘোষণা দিচ্ছি। ”

এরমাত্র দু’দিন আগে একই টিভির উপস্থাপিকা অ্যাবে মার্টিন এক অনুষ্ঠানে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদ করেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৪.

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।