ঢাকা: বান্ধবী হত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার প্যারা অলিম্পিক দৌঁড়বিদ অস্কার পিস্টোরিয়াসের বিচার শুরু হয়েছে। সোমবার প্রিটোরিয়ায় একটি আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন ‘ব্লেড রানার’ খ্যাত এই তারকা।
গত বছরের ১৪ ফেব্রুয়ারি, ২০১৩ সালে ২৯ বছর বয়সী বান্ধবী মডেল ও রিয়েলিটি শোর টিভি তারকা স্টিনকাম্পকে প্রিটোরিয়ার বাসায় গুলিতে নিহত হন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী স্টিনকাম্প হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত ছিল অভিযোগ করে তার পক্ষে যুক্তি প্রদর্শন করেন।
এদিকে, প্রিস্টোরিয়াসের বিপক্ষে তার এক প্রতিবেশী মিশেল বার্জার আদালতে সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন, ঘটনার দিন এক নারীর চিৎকারের শব্দে তার ঘুম ভাঙ্গে।
সেদিন কেউ একজন সাহায্য চেয়ে চিৎকার করছিল। তারপর তিনি ৪টি গুলির শব্দ শোনেন।
এ সময় অভিযুক্ত প্রিস্টোরিয়াস নিজেকে নির্দোষ দাবি করে বলেন, সেদিন তিনি তার বান্ধবী স্টিনকাম্প হত্যা করতে নয় বরং দুর্বৃত্ত ভেবে তিনি গুলি করেছিলেন।
প্রিস্টোরিয়াসের সঙ্গে তার চাচা, ভাই ও বোনও আদালতে এসেছেন। আর স্টিনকাম্প পরিবারের থেকে এসেছেন তার মা জুন।
২৭ বছর বয়সী প্রিস্টোরিয়াস গত ২০১২ সালের প্যারা অলিম্পিক গেমসে স্বর্ণ জেতেন।
বিবিসির প্রতিনিধি এন্ড্রিউ হারডিং জানান, আদালতে আসার সময় প্রিস্টোরিয়াসকে বেশ শান্ত মনে হচ্ছিল।
দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো এই বিচারের কিছু অংশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। তাই এ বিচারের প্রতি একটু বাড়তি আগ্রহ রয়েছে অনেকেরই।
পূর্বকল্পিত হত্যায় দোষী সাব্যস্ত হলে, প্রিস্টোরিয়াস আজীবন কারাদণ্ডের সম্মুখীন হতে পারেন।
এছাড়াও তার বিরুদ্ধে অবৈধভাবে গোলাবারুদ রাখার অভিযোগে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ৩ মার্চ, ২০১৪