ঢাকা: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস আবারও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় উঠে এসেছেন। মার্কিন সাময়িকী ফোর্বসের বার্ষিক বৈশ্বিক কোটিপটিদের তালিকায় শীর্ষস্থানে দখল করেন তিনি।
সোমবার ফোর্বসের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়, চলতি বছর বিল গেটসের নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৭ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। আগের বছর ২০১৩ সালে তাঁর সম্পদের আর্থিক মূল্য ছিল ৬ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার।
চলতি বছর গেটসের সম্পদ বাড়ায় মেক্সিকোর টেলিযোগাযোগ ব্যবসায়ী কার্লোস স্লিম ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ফোর্বস এ বছর ১ হাজার ৬৪৫ জন কোটিপতির তালিকা করেছে। বিগত ২০ বছরের মধ্যে ১৫ জনের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।
এর আগে ২০০৮ সালে তিনি শীর্ষ ধনীর তালিকায় বিশ্বে তৃতীয় হন। আর ২০১১ সালে তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী ব্যক্তি আর বিশ্বের মধ্যে হন দ্বিতীয়।
বাংলাদেশ সময়: ২২২০ ঘন্টা, ৩ মার্চ ২০১৪