ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে ইইউয়ের আলোচনা স্থগিত, অবরোধের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৪
রাশিয়ার সঙ্গে ইইউয়ের আলোচনা স্থগিত, অবরোধের হুমকি

ঢাকা: আগামী বৃহস্পতিবারের মধ্যে ক্রিমিয়ার উত্তেজনা প্রশমিত না করলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার সঙ্গে ভিসা উদারীকরণ ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক আলোচনা স্থগিত করবে।

এ ছাড়া রাশিয়ার সোচিতে অনুষ্ঠিতব্য জি-৮ আলোচনাও বয়কট করার হুমকি দিয়েছে ইইউ।



এ বিষয়ে ফরাসী পররাষ্ট্রমন্ত্রী ল্যঁরে ফেঁবিয়া বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে যদি রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া থেকে সৈন্য প্রত্যাহার করে ব্যারাকে ফিরিয়ে না নিলে সেদিনই ইউরোপীয় ইউনিয়ন জরুরি বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

সৈন্য না প্রত্যাহার করলে রাশিয়ার বিরুদ্ধে ইইউ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

ইইউ কাউন্সিল প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রোমপাই সোমবার বিকেলে ইইউয়ের পররাষ্ট্র মন্ত্রীদের এক জরুরি বৈঠক ডাকেন। সেখানেই এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে তারা অবরোধ ঘোষণা করতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।