ঢাকা: টোকিওকে পেছনে ফেলে এবার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুর।
বিশ্বের ১৩১টি শহরের উপর ইকোনোমিস্ট ইন্টেলিজ্যান্স ইউনিট’র (ইআইইউ) করা এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে আসে।
মুদ্রার শক্তিশালী অবস্থানের কারণে জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়ায় তালিকায় শীর্ষে উঠে আসে সিঙ্গাপুর।
তালিকায় স্থান পাওয়া শীর্ষ পাঁচ শহরের মধ্যে অন্যগুলো হলো ফ্রান্সের প্যারিস, নরওয়ের অসলো, সুইজারল্যান্ডের জুরিখ এবং অস্ট্রেলিয়ার সিডনি।
আর ২০১৩ সালে এ তালিকায় শীর্ষে থাকা টোকিও নেমে এসেছে ষষ্ঠ স্থানে।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪