ঢাকা: ভারতের শিল্পগোষ্ঠী সাহারার প্রধান সুব্রত রায়ের মুখে কালি ছুড়ে মেরেছেন এক ব্যক্তি। মঙ্গলবার জেল হাজত থেকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার সময় সুব্রত এ হামলার শিকার হন।
অর্থ কেলেঙ্কারি মামলায় আদালতে হাজির না হওয়ায় গত শুক্রবার গ্রেফতার করা হয় সুব্রতকে।
মঙ্গলবার আদালতে হাজির করা হলে সুব্রত জামিনের আবেদন করেন। কিন্তু তার আবেদন নাকচ করে দিয়ে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।
ভারতের টেলিভিশন চ্যানেলগুলোর ফুটেজে কালি নিক্ষেপকারী ওই ব্যক্তিকে আইনজীবী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তাকে পুলিশ নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করে বলেন, ‘সুব্রত রায় একজন চোর। সে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন, লুট করেছেন।
বন্ড স্কিমের আওতায় বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া ১৯ হাজার কোটি রুপি ফেরত দিতে ব্যর্থ হওয়ায় ২০১২ সালে সাহারা গ্রুপের বিরুদ্ধে মামলা করে ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা।
নিয়ম বর্হিভূতভাবে নেওয়া অর্থ নির্ধারিত সময়ে ফেরত দিতে ব্যর্থ হওয়ায় সুব্রত রায়কে সুপ্রিম কোর্ট একাধিকবার তলব করে। সুপ্রিম কোর্টের নির্দেশে সাড়া না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪