ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাতার থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার সৌদি, বাহরাইন ও আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৪
কাতার থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার সৌদি, বাহরাইন ও আমিরাতের

ঢাকা: কাতারের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনে দেশটি থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।

গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) এ তিন সদস্য এক যৌথ বিবৃতিতে কাউন্সিলের অন্য সদস্য কাতার থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের কথা জানায়।



বুধবারের ওই বিবৃতিতে দাবি করা হয়, তিনমাস আগে সই করা চুক্তি মেনে চলতে ব্যর্থ হয়েছে কাতার।

ওই চুক্তিতে একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়টিকে সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত নিজেদের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য প্রয়োজনীয় হিসেবে উল্লেখ করেছে।

সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানকে নিয়ে গঠিতে আরবের পশ্চিমাপন্থী সহযোগিতা গোষ্ঠী জিসিসির তিন দশকের ইতিহাসে এ ঘটনাকে অপ্রত্যাশিত হিসেবে ভাবা হচ্ছে।

সম্প্রতি কাতারের সঙ্গে জিসিসির ‍অন্যান্য সদস্যের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।