ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চলতি বছরের জন্য ৭.৫ শতাংশ প্রবৃদ্ধি নির্ধারণ চীনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৪
চলতি বছরের জন্য ৭.৫ শতাংশ প্রবৃদ্ধি নির্ধারণ চীনের

ঢাকা: চলতি বছরের জন্য ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি নির্ধারণ করেছে চীন। এছাড়া এ সময়ের জন্য মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হযেছে ৩ দশমিক ৫ শতাংশ।



২০১৩ সালে চীনের প্রবৃদ্ধির পরিমাণ ছিল ৭ দশমিক ৭ শতাংশ। আগের বছর ২০১২ সালেও একই প্রবৃদ্ধি হয়েছিল।

বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনে গত কয়েক বছর ধরে প্রবৃদ্ধিতে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রধান বাজারে পণ্যের চাহিদা কমে যাওয়ার পাশাপাশি স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে।

সাম্প্রতিক সময়ে দেশটির উৎপাদন খাতের চিত্রও তাই প্রমাণ করে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।