ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজাগামী ‘ইরানি অস্ত্রবাহী জাহাজ’ আটক করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৪
গাজাগামী ‘ইরানি অস্ত্রবাহী জাহাজ’ আটক করেছে ইসরায়েল

ঢাকা: ফিলিস্তিনের গাজাগামী ইরানি অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল।

জাহাজটিতে অস্ত্র বহন করা হচ্ছে এমন অভিযোগে তা আটকে দেওয়ার বিষয়টি বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে।



ইসরায়েলের দাবি, বুধবার লোহিত সাগরের পানামার পতাকাবাহী ওই জাহাজটি আটক করে তাদের নৌবাহিনীর টহলরত একটি বিশেষ দল। তারা জাহাজটিতে রকেট দেখতে পেয়েছে।

তবে এ বিষয়ে ফিলিস্তিনের গাজার নিয়ন্ত্রণকারী হামাসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে ২০১৩ সালের ১৬ জুলাই একটি জাহাজ আটক করে ইসরায়েল। ওই জাহাজ থেকে ইয়েমেনের কয়েকজন নাগরিককে আটক করে পরে তাদের ছেড়ে দেয় ইসরায়েলি নৌবাহিনী।

তারও আগে ২০১০ সালের ৩১ মে গাজাগামী ফ্লটিল্লা নামের তুরস্কের ত্রাণবাহী জাহাজ আটকে দিয়েছিল ইসরায়েল। এসময় জাহাজে গুলি চালালে অন্তত ৯ তুর্কি                                                                                                                                                                                                                                                                                                                                                    

নাগরিক নিহত হয়। এতে ইসরাইল ও তুরস্কের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ২০১৩ সালের ২২ মার্চ জাহাজে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তাছাড়া প্রায়ই নানা অজুহাতে গাজায় প্রবেশরত বিভিন্ন জাহাজে তল্লাশি চালিয়ে প্রবেশে বাধা দেয় ইসরায়েলি নৌবাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।