ঢাকা: পানামার সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী কারাকাসে ল্যাটিন আমেরিকার রাষ্ট্র প্রধানদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
ভেনিজুয়েলায় চলমান সংকট নিরসনের জন্য মধ্য আমেরিকান জাতিগোষ্ঠী অর্গানাইজেশন অব আমেরিকান স্টেইটস’র (ওএএস) প্রতি পানামা জরুরি বৈঠক আহ্বান করার পরই এ সিদ্ধান্ত আসলো।
হুগো চ্যাভেজের সমাধির চারপাশে জড়ো হওয়া কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো, উরুগুয়ের প্রেসিডেন্ট জোসে মজিকা ও বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের সামনে প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘আমি এ মুর্হূতে পানামা সরকারের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ভঙ্গের সিদ্ধান্ত নিয়েছি এবং সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করলাম। ’
এদিকে, ভেনিজুয়েলার এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন পানামার প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেল্লি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মার্টিনেল্লি লেখেন, পানামা কেবল আশা করে দেশটিতে (ভেনিজুয়েলা) শান্তি ফিরে আসুক এবং গণতন্ত্র শক্তিশালী হউক।
গত তিন সপ্তাহে ভেনিজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
সরকারের উচ্চ মাত্রার দুর্নীতি, মুদ্রাস্ফীতি ও নিত্যপণ্যের সরবরাহের ঘাটতির কারণে ভেনিজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৪