ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাক দিয়ে টাইপ করে গিনেজ বুকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৪
নাক দিয়ে টাইপ করে গিনেজ বুকে

ঢাকা: নাক দিয়ে টাইপ করে বিশ্বরেকর্ড গড়েছেন মো: খুরশীদ হোসেন। মাত্র ৩.৪৩ সেকেন্ডে সম্পূর্ণ ইংরেজি বর্ণমালা টাইপ করে নিজের নাম গিনেজ বুকে লিখিয়েছেন এই ভারতীয় নাগরিক।



এ জন্য তাকে গত কয়েকমাস প্রতিদিন গড়ে ৬ ঘণ্টা চর্চা করতে হয়েছে। ইন্টারন্যাশনাল বিজনেস টাইম এ বিষয়ে এক প্রতিবেদন ছাপিয়েছে।

একই সময়ে তিনি ১০৩-ক্যারেক্টারের একটি ইংরেজি বাক্য লিখতে সময় মাত্র ৪৭ সেকেন্ডে। এর আগের রেকর্ডটি ছিলও এক ভারতীয়র দখলে। ২০০৮ সালে দুবাইতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ওই ভারতীয় সময় নেন ১ মিনিট ৩৩ সেকেন্ড।

প্রতিযোগিতার সময় ২৩ বছর বয়সী খুরশীদের দু’হাত পেছন দিক থেকে বাধা ছিল। তার ঘিরে রেখেছিল অসংখ্য ভক্ত ও মিডিয়াকর্মী। টাইপ করা লেখা দেখার জন্য কি-বোর্ডের সঙ্গে বড় আকারের মনিটর লাগানো ছিল।

অসাধারণ এই সাফল্যের পর এক সাক্ষাৎকারে খুরশীদ বলেন, সফলতা লাভের জন্য প্রত্যেক পদক্ষেপই গুরুত্বপূর্ণ। অক্ষরের অবস্থান নির্ণয়ের জন্য আমাকে একচোখ বন্ধ রাখতে হয়েছিল। আমাকে অনেক কষ্ট করতে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।