ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবানের বিরুদ্ধে অভিযানে প্রস্তুত পাক সেনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৪
তালেবানের বিরুদ্ধে অভিযানে প্রস্তুত পাক সেনা

ঢাকা: পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের তালেবান অধ্যুষিত এলাকায় সেনা অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছে পাক সরকার। গত সপ্তাহে ঘোষিত যুদ্ধবিরতি মেনে না চললে এ মাসেই আফগান সীমান্তবর্তী এলাকায় তালেবানদের বিরুদ্ধে সেনা অভিযান চালানো হবে জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।



বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষা‍ৎকারে তিনি বলেন, যুদ্ধবিরতির ঘোষণা মেনে না চললে তালেবানদের গোপন ঘাঁটি লক্ষ্য করে সেনা অভিযান চালাতে তার সরকার দ্বিধা করবে না।

আসিফ বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও বিদ্রোহীরা যদি হামলা চালাতে থাকে তাহলে মার্চ মাসেই সেনা অভিযান শুরু করা হবে।

তিনি আরও বলেন, যেহেতু একটি যুদ্ধবিরতি আছে, সেটা শেষ হতে হবে। তাছাড়া তালেবানদের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যেতে পারি না।

এদিকে, প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান থেকে চলতি বছরের শেষ দিকে সব সৈন্য সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এতে করে তালেবানরা সীমান্ত এলাকায় তাদের শক্তি জোরদার করতে পারে বলেও আশঙ্কা করছে পাকিস্তান।

গত সপ্তাহে এক মাস যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল পাকিস্তান তেহরিক-ই-তালেবান টিটিপি। কিন্তু যুদ্ধবিরতির পরও সরকারি বাহিনীকে লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে দেশটিতে। চলতি সপ্তাহের ৩ মার্চ আদালতে আত্মঘাতি বোমা হামলায় বিচারকসহ ১১ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।