ঢাকা: ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রুসহ মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশে যাত্রার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উড়োজাহাজটি।
বোয়িং ৭৭৭-২০০ সিরিজের উড়োজাহাজটি স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ২টা ৪০ মিনিটে ভিয়েতনামের আকাশসীমায় নিখোঁজ হয়।
এর আগে স্থানীয় সময় রাত ১২টা ৪১ মিনিটে উড়োজাহাজটি ১৬০ জন চীনা নাগরিকসহ ১৩ দেশের যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। উড়োজাহাজটি সকাল ৬টা ৩০ মিনিটে চীনের রাজধানীতে পৌঁছানোর কথা ছিলো।
মালয়েশিয়া এয়ারলাইন্স কতৃপক্ষ গণমাধ্যমকে জানায়, এমএইচ ৩৭০ নম্বরের ফ্লাইটটি সুবাং এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ২টা ৪০ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
মালয়েশিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটির সন্ধান তারা করছেন। তাদের দল যাত্রী ও ক্রুদের ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করছে।
মালয়েশিয়া এয়ারলাইন্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ জৌহারি ইয়াইয়া বলেন, ‘আমার অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বেইজিংয়ের উদ্দেশে রাত ১২টা ৪১ মিনিটে কুয়ালালামপুর ত্যাগকারী এমএইচ৩৭০ ফ্লাইটটির সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না। ’
উড্ডয়নের দুই ঘণ্টা পর নিখোঁজ হয়ে যাওয়া উড়োজাহাজটিতে ১৩টি দেশের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৪