ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ওবামা ইতিহাসের সবেচেয়ে বাজে প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, মার্চ ৮, ২০১৪
ওবামা ইতিহাসের সবেচেয়ে বাজে প্রেসিডেন্ট

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দেশটির ইতিহাসের সবচেয়ে বাজে প্রেডিডেন্ট হিসেবে মন্তব্য করেছেন ইন্ডিয়ান- আমেরিকান লুজিয়ানা গভর্নর ববি জিন্দাল। যুক্তরাষ্ট্রের পরবর্তী ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি সম্ভাব্য একজন রিপাবলিকান প্রার্থী।



ইউক্রেনে ‘আগ্রাসন’ থেকে ওবামা রাশিয়াকে বিরত রাখতে ব্যর্থ হয়েছে এমন দাবি করে জিন্দাল এই মন্তব্য করেন।

 শুক্রবার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কমিটির সঙ্গে আলাপকালে ৪২ বছর বয়সী জিন্দাল এ কথা বলেন। একইসঙ্গে তিনি ওবামার পররাষ্ট্রনীতিরও সমালোচনা করেন।

তিনি বলেন, জিমি কার্টারের পর আমার জীবদ্দশায় ওবামাই সবচেয়ে অদক্ষ প্রেসিডন্টে। কারণ গত কয়েক সপ্তাহের বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে দেখা যাবে রাশিয়া ইউক্রেনে সেনা পাঠালে আমাদের প্রেসিডেন্ট কোনো পদক্ষেপই নিচ্ছেন না। তিনি আমাদের সামরিক বাহিনীকে বসিয়ে রেখেছেন।

জিন্দাল বলেন, আমেরিকা শক্তিশালী হলে বিশ্বে শান্তি দেখা যায় আর দুবর্ল হলে অশান্তি। আর আমাদের শত্রুরা কখনোই চায় না আমরা শক্তিশালী হই।

তিনি ওবামার অর্থনৈতিক নীতিরও কড়া সমালোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ঘণ্টা, মার্চ ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ