ঢাকা: সাহারা গ্রুপ প্রধান সুব্রত সাহারার পর এবার ভারতের আম আদমি পার্টি-এএপি নেতা জোগেন্দ্রা জাদেবের মুখে কালি ছুঁড়ে মেরেছেন এক বিক্ষুব্ধ ব্যক্তি। শনিবার দিল্লির জন্তর-মন্তরে এক র্যালিতে জাদবকে লক্ষ্য করে ওই ব্যক্তি কালি ছুঁড়ে মারেন।
ভারতের গণমাধ্যমগুলো জানায়, শনিবার এক র্যালিতে বক্তব্য দেয়ার সময় ওই ব্যক্তির পেছন দিক থেকে এসে জাদবের মুখে কালি ছুঁড়ে মারেন। এসময় ওই ব্যক্তি ‘জয় মাতা দি’ বলে চিৎকার দিয়ে ওঠেন।
এদিকে, ঘটনার পরই এক প্রতিক্রিয়ায় জাদব জানান, আমি ওই ব্যক্তিকে চিনি না। পেছন দিক থেকে এসে সে ‘জয় মাতা দি’ বলে চিৎকার দিয়ে আমার মুখে কালি ছুরে মারে। আমি তার মুখ দেখতে পাই নি। আমি তার উদ্দেশ্যও বুঝতে পারিনি।
জাদব আরও জানান, তিনি কালি ছুঁড়ে মারার ওই ঘটনায় বিব্রতও নন।
ঘটনার পরই ওই ব্যক্তিকে আটক করে দিল্লীর একটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। কেন তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন তার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই ঘটনার মাত্র দুইদিন আগে ভারতের একটি জেল হাজত থেকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার সময় সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়ের মুখে কালি ছুঁড়ে মারেন এক আইনজীবী।
বিনিয়োগকারীদের পাওনা ২৪ হাজার কোটি রুপি ফেরত দেয়ার বিষয়ে সন্তোষজনক উত্তর না পাওয়ায় সাহারা ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা সুব্রত রায়কে তিহার জেলে পাঠিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৪