কায়রো: মিশরের গোয়েন্দাপ্রধান ওমর সুলেইমান দেশটির ৩০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ও সিএনএন এ তথ্য জানিয়েছে।
শনিবার একইসঙ্গে মোবারক সাবেক বিমান চলাচল সংক্রান্ত মন্ত্রী আহমেদ শফিককে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন।
বার্তা সংস্থা মেনা জানিয়েছে, ‘ওমর সুলেইমানকে প্রেসিডেন্ট হোসনি মোবারকের ডেপুটি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ’
নিয়োগের কিছু পরেই রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়, মোবারকের সামনে দাঁড়িয়ে সুলেইমান শপথ নিচ্ছেন।
গত পাঁচ দিন ধরে মিশরে মোবারকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। ১৯৮১ সালে ক্ষমতায় আসার পর মোবারক সবসময়ই ভাইস প্রেসিডেন্ট নিয়োগের ব্যাপারে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন।
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১