ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মিশর: কারফিউ অমান্য করে রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৭, জানুয়ারি ২৯, ২০১১
মিশর: কারফিউ অমান্য করে রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী

কায়রো: কায়রোতে সেনাবাহিনী আরোপিত কারফিউ অমান্য করে রাস্তায় আন্দোলন করছে হাজার হাজার সরকার বিরোধী বিক্ষোভকারী।

শনিবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে কার্যকর হওয়া এ কারফিউ অমান্য করে কায়রোতে সমাবেশ করে প্রতিবাদকারীরা।

তবে এখনও সেনা তলব করা হয়নি বলে বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।

মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক শুক্রবার সেনা তলব করাসহ প্রধান তিনটি শহরে কারফিউ জারি করেন। মূলত মঙ্গলবার থেকে তার শাসনের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ রোধে কারফিউ জারি করা হয়।

শনিবার সশস্ত্র বাহিনী মিশরের জনগণকে প্রধান সড়ক বা খোলা চত্ত্বরে সমাবেশ করা থেকে বিরত থাকার ও কারফিউ মান্য করার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জানুুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।