ঢাকা: পরিবেশ দূষণের দায়ে জাপানিজ ইলেকট্রনিক্স কোম্পানি প্যানাসনিক ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। তবে এ ক্ষতিপূরণ তারা চীনে কর্মরত তাদের কর্মচারীদের প্রিমিয়াম হিসেবে দিতে চায়।
চীনে বায়ু দূষণের অভিযোগ উঠেছে প্যানাসনিকের বিরুদ্ধে। চীনের বিভিন্ন শহরে সাম্প্রতিককালে বায়ুদূষণ ব্যাপক মাত্রায় বেড়ে গেছে। চীনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর সমঝোতার অংশ হিসেবে প্যানাসনিক এ ক্ষতিপূরণ দিচ্ছে।
তবে কতজন কর্মকর্তাকে কি পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হবে সে সম্পর্কে কিছুই বলা হয়নি। প্রিমিয়াম হিসেবে মূল বেতনের সঙ্গে ২ হাজার ইয়েন (প্রায় ২০ ডলার) দেওয়া হবে।
এছাড়া ২০০৮ সালের আর্থিক সঙ্কটের পর টয়োটা, নিশান এবং হোন্ডাও তাদের কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দেশটির অর্থনীতির চাকাকে পুনরায় সচল করতে এবং মুদ্রাস্ফীতি কমানোর জন্য কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য ফার্মগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪