বার্লিন: জার্মানির মাগদেবুর্গ শহরে শনিবার রাতে দুটি যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ নিহত হয়েছে। খবর বিবিসির।
স্যাক্সনি-আনহল্ট রাজ্যের মাগদেবুর্গ শহরের কাছে শনিবার স্থানীয় একটি যাত্রীবাহী ট্রেন ও আরেকটি মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে।
হার্জএলবেএক্সপ্রেস নামের ওই ট্রেনটি মাগদেবুর্গ ও হালবেরস্টাট শহরের মধ্যে যাতায়াত করছিল। শহরের হরডর্ফ গ্রামে গ্রিনিচ সময় ২১৩০টায় সংঘর্ষের পর বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
স্থানীয় পুলিশের মুখপাত্র ফ্রাংক কুয়েসনার বলেন, ‘উদ্ধার অভিযান এখনো চলছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ’ উদ্ধার কাজে ১৫০ জন দমকলকর্মী, পুলিশ ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।
যাত্রীবাহী ট্রেনটির একজন মুখপাত্র বলেন, ট্রেনের যাত্রী ধারণক্ষমতা ১০০। তবে সংঘর্ষের সময় এতে ৪৫ জন যাত্রী ছিল।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১