ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন গোয়েন্দাগিরিতে হতাশ ফেসবুক প্রতিষ্ঠাতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪
মার্কিন গোয়েন্দাগিরিতে হতাশ ফেসবুক প্রতিষ্ঠাতা

ঢাকা: ইন্টারনেটে গোয়েন্দাগিরিতে হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় সামাজিক গণমাধ্যম ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

সন্দেহভাজন কম্পিউটার শনাক্ত করতে ফেসবুক সার্ভারের কপি করবে তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা- এনএসএ এ তথ্য জানার একদিন পর বৃহস্পতিবার ব্লগে জুকারবার্গ এ হতাশা ব্যক্ত করেন।



তিনি তার ব্লগ পোস্টে লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারনেটের জন্য চ্যাম্পিয়ন হওয়া উচিত, হুমকি হিসেবে নয়।

তবে ফেসবুক সাভারে গোয়েন্দাগিরির বিষয়ে এনএসএ জানিয়েছে, এ বিষয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে জুকারবার্গ বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারনেটে গোয়েন্দাগিরিতে ইন্ধন দিচ্ছে।

জুকারবার্গ ব্লগে লেখেন, মনে হচ্ছে, এ অবস্থা থেকে বের হয়ে আসতে অনেক সময় লাগবে।

তিনি লেখেন, যখন আমাদের প্রকৌশলীরা যখন অনলাইন নিরাপত্তা ব্যবস্থায় নিরলস কাজ করে যাচ্ছে, তখন আমরা ভাবি, অপরাধীদের কাছ থেকে আপনাদের নিরাপদ রাখছি। নিশ্চয়ই আমাদের সরকারের বিরুদ্ধে এ কাজ করছি না।

জুকারবার্গ হতাশা ব্যক্ত করে মার্কিন সরকারের উদ্দেশে বলেন, তাহলে আমাকে কেন দ্বিধা ও হতাশার মধ্যে থাকতে হবে! কেন বার বার মার্কিন সরকারের এ ধরনের আচরণের খবর আমাদের জানতে হচ্ছে!

২৯ বছর বয়েসী ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ মার্কিন প্রেসিডেন্টের কাছে আহ্বান জানিয়ে বলেন, আমি প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে আমার হতাশা ব্যক্ত করে জানাতে চাই, সরকার আমাদের ভবিষ্যতকে ধ্বংস করে দিচ্ছে!

দুর্ভাগ্য যে, এর পুনর্সংস্কার হতে অনেক সময় লেগে যাবে!

তিনি ফেসবুক ইউজারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, সুতরাং, সবাইকে জাগতে হবে, আমাদের সবাইকেই জাগতে হবে, আমরা যেভাবে ইন্টারনেটকে দেখতে চাই, তার জন্যই সবাইকে জাগতে হবে!

তিনি বলেন, এই পৃথিবীতে আমাদের সবার জন্য আরো বেশি জায়গা করে নিতে হবে। এখন আমরা যে অবস্থানে আছি, তার চেয়ে অনেক বড় জায়গা আমরা করে নিতে চাই।

এ জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। আর আপনারা ফেসবুকের একজন হিসেবে সেই সময়ের জন্য অপেক্ষা করুন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।