ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কায়রোয় বন্দুকধারীর গুলিতে ৫ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, মার্চ ১৫, ২০১৪
কায়রোয় বন্দুকধারীর গুলিতে ৫ সৈন্য নিহত

ঢাকা: মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে অজ্ঞাত বন্দুকধারীর নির্বিচার গুলিতে অন্তত ৫ সেনা সদস্য নিহত হয়েছেন।

শনিবার সকালে কায়রোর উপকণ্ঠের একটি তল্লাশি চৌকি লক্ষ্য করে গুলি ছোঁড়া হলে এ ঘটনা ঘটে।



৫ সৈন্য নিহত হওয়ার খবর প্রকাশ করেছে মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো।

গত বছরের জুলাইয়ে ইসলামপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কিছু বিচ্ছিন্ন হামলায় অন্তত ৩০০ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।

বরাবরের মতো শনিবারের হামলারও দায় স্বীকার করেনি কেউ।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।