ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

একাধিকবার গতিপথ পরিবর্তন করেছে উড়োজাহাজটি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৪
একাধিকবার গতিপথ পরিবর্তন করেছে উড়োজাহাজটি!

ঢাকা: মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজ শুধু একবার নয়, একাধিকবার গতিপথ পরিবর্তন করেছে। শুধু তাই নয়, অনুমোদিত উচ্চতার বেশি উপরে উড়ছে এমএইচ ৩৭০ ফ্লাইটটি।



বোয়িং ৭৭৭ উড়োজাহাজটির নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তের সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাসহ অন্যান্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তারা বলেছেন, মালয়েশিয়ার সামরিক বাহিনীর রাডারে ধরা পড়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নিখোঁজ উড়োজাহাজটি ৪৫ হাজার ফুট উঁচু দিয়ে উড়েছে। বোয়িং ৭৭৭-২০০ এর জন্য অনুমোদিত উচ্চতাকে ছাড়িয়েছে এ উচ্চতা। ২৩৯ আরোহীবাহী উড়োজাহাটি এতো উচ্চতায় উড়াল দেওয়া থেকে মাত্র এক মিনিটের মধ্যে ২৩ হাজার ফুটের নিচে নেমে এসেছে।

রাডারের তথ্য জনসম্মুখে প্রকাশ না করলেও যুক্তরাষ্ট্র ও চীনা বিশেষজ্ঞদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি করেছে মালয়েশীয় সরকার।

মালয়েশিয়ার বৃহত্তম শহরগুলোর অন্যতম ও ঘন বসতি দ্বীপ পেনাংয়ের দিকে যাওয়ার সময় উড়োজাহাজের এতো নিচে নেমে যাওয়ার বিষয়টিও অস্বাভাবিক।

কর্মকর্তারা বলছেন,দক্ষিণ-পশ্চিমগামী উড়োজাহাজটি গতিপথ পরিবর্তন করে অনেক উচ্চতায় উঠে যায় এবং মালাক্কা প্রণালীর ওপর দিকে ভারত মহাসাগরের দিকে উত্তর-পশ্চিমে উড়াল দেয়।

উড়োজাহাজের রোলস রয়েচ ইঞ্জিন থেকে প্রাপ্ত ঘেঁটে তদন্তকারীরা বলছেন, মাত্র এক মিনিটের মধ্যে  উড়োজাহাজটি ৪০ হাজার ফুট নিচে নেমে এসেছে। তবে অনেকে এ তথ্যকে সঠিক বলে মানতে নারাজ। তারা বলছেন, এতো নিচে নামতে উড়োজাহাজটি অনেক সময় নিতে পারে।

গত সপ্তাহের শুক্রবার দিনগত রাতে ২২৯ যাত্রী ও ১২ ক্রুবাহী মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ ফ্লাইটি কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেয়। এর ঘণ্টা খানেকের মধ্যে মালয়েশীয় উড়োজাহাজ নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় উড়োজাহাজটির।

শনিবার সকালে গুজব ছড়ায় দক্ষিণ চীন সাগরের ভিয়েতনাম উপকূলে ‍উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এ খবরের পর দক্ষিণ চীন সাগরের ভিয়েতনাম উপকূলে ভিয়েতনাম ও চীন তল্লাশি চালায়। কিন্তু উড়োজাহাজ বিধ্বস্তের কোনো নমুনা খুঁজে পায়নি ভিয়েতনাম ও চীনের তল্লাশি দল। এ খবরকে ‘মিথ্যা’ হিসেবে আখ্যায়িত করে ‍মালয়েশিয়ার সরকার।

এরপর চীন দাবি করে, তারা গুগল মানচিত্রে উড়োজাহাজটির বিধ্বস্তের চিহ্ন খুঁজে পেয়েছেন। পরে এ দাবি থেকে সরে আসে চীন। চীনের দাবির পরপরেই তা নাকচ করে দেয় মালয়েশিয়া।



উপগ্রহের তথ্য বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞেরা দাবি করেন, উড়োজাহাজটি গতিপথ পরিবর্তন করে মালাক্কা প্রণালীর দিকে উড়েছে। দক্ষিণ চীন সাগর থেকে তল্লাশি অভিযান শুরু হয় মালাক্কা প্রণালীতে। এর মধ্যে নতুন তথ্য দেয় যুক্তরাষ্ট্র। তারা বলে, রাডার থেকে উধাও হওয়ার পরও চার থেকে ৫ ঘণ্টা আকাশে উড়েছে ১৪ দেশের নাগরিকবাহী উড়োজাহাজটি।

এ তথ্যও উড়িয়ে দেয় মালয়েশিয়া। এরপর মালয়েশিয়ার সামরিক বাহিনীর রাডারে ধরা পরা একটি অজ্ঞাত উড়োজাহাজের তথ্য বিশ্লেষণ শুরু করে। এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত তদন্তকারীরা বলেন, উড়োজাহাজটি ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের দিকে উড়েছে।

এ তথ্যের পর মালয়েশিয়া, চীন, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্রের তল্লাশি অভিযান এলাকা বাড়ানো হয় ভারত মহাসাগর পর্যন্ত। তল্লাশি অভিযানে যোগ দেয় ভারত, বাংলাদেশ। এ পর্যন্ত ১৩টি দেশের ৫৭টি জাহাজ ও ৪৮টি উড়োজাহাজ অংশ নিয়েছে নিখোঁজ এমএইচ ৩৭০ এর খোঁজে।

সবশেষ শনিবার দুপুরের পর সংবাদ সম্মেলনে উড়োজাহাজটি ‘ছিনতাই’ হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তিনি বলেন, উড়োজাহাজটি উদ্দেশ্যপ্রণোদিত অচল করে দেওয়া হয়েছে।

নাজিব রাজাকের এ মন্তব্যের পরপরেই উড়োজাহাজের পাইলটের বাড়িতে তল্লাশি চালিয়েছে মালয়েশীয় পুলিশ। পুলিশ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে তারা পাইলট জাহারি আহমেদ শাহ’র পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে।

**নিখোঁজ উড়োজাহাজের পাইলটের বাড়িতে পুলিশের তল্লাশি

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।