কায়রো: সরকার বিরোধী বিক্ষোভে উন্মাতাল মিশর থেকে নাগরিকদের সরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছেছ যুক্তরাষ্ট্র তুরস্ক। রোববার মার্কিন দূতাবাস এক বিবৃতি ও তুরস্কের গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ষষ্ঠ দিনের মতো মিশরে ব্যাপক আকারে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি।
মার্কিন দূতাবাস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘মিশরে থাকা মার্কিন কোনো নাগরিক দেশ ত্যাগ করতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিবহনের ব্যবস্থা করা হবে এবং ইউরোপের নিরাপদ স্থানে নিয়ে আসা হবে। ’
একইসঙ্গে বিবৃতিতে তাদের পরিবহন ব্যয় বহন করা হবে বলে উল্লেখ। এক্ষেত্রে মিশর ত্যাগে ইচ্ছুকদের নিয়ে আসার প্রস্তুতির জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরে ইমেইলে বার্তা পাঠাতে বা ফোন করার অনুরোধ জানানো হয়েছে।
একইসঙ্গে মিশরে অবস্থানরত তুরস্কের নাগরিকদের সরিয়ে আনতে দেশটি বিমান পাঠাচ্ছে বলে তুরস্কের অ্যানাতোলিয়ান বার্তাসংস্থা জানিয়েছে। এ তথ্য সম্প্রচার করেছে সিএনএন টেলিভিশন।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১