ঢাকা: নাইজেরিয়ার কেন্দ্রীয় কাদুনা রাজ্যে গোষ্ঠীগত হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে এ হামলার পেছনে কারা জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি।
সংবাদ মাধ্যম জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় কৌরা জেলার তিনটি গ্রামে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটিকে গোষ্ঠীগত হামলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
তবে ফুলানি গোষ্ঠী নামে একদল সশস্ত্র বন্দুকধারীরা হামলাটি চালিয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানান।
স্থানীয় সময় শুক্রবার দিনগত রাতে দেশটির উগোয়ার সানঙ্কা, উনগোয়ান গাতা ও চেনসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবারের এ হামলার সঙ্গে বোকো হারামের সংশ্লিষ্টতা নেই বলে সংবাদ মাধ্যম জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪