ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কায়রোতে বিক্ষোভের ডামাডোলে প্রাচীন মমি ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, জানুয়ারি ৩০, ২০১১
কায়রোতে বিক্ষোভের ডামাডোলে প্রাচীন মমি ক্ষতিগ্রস্ত

কায়রো: লুণ্ঠনকারীদের হামলায় কায়রোর জাদুঘরে প্রদর্শিত ফারাও শাসনামলের দুটি মমি ক্ষতিগ্রস্ত হয়েছে। মিশরে বিক্ষোভ চলাকালে লুটপাটের চেষ্টা করার সময় মমিগুলোর ক্ষতি হয় বলে জাদুঘরের প্রাচীন নিদর্শন বিভাগের প্রধান রোববার এ তথ্য জানান।

 

কায়রোর শহরতলিতে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সদরদপ্তরে আগ্নিসংযোগের পর অনেকে পার্শ্ববতী জাদুঘরের সদর দরজা টপকে, জানালা ভেঙে মমিগুলো চুরির উদ্দেশ্যে এর অভ্যন্তরে প্রবেশ করে।

জাদুঘরের প্রধান জাহি হাওয়াস বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘একসময় বিক্ষোভকারী ও নিরাপত্তা রক্ষীদের সহায়তায় চুরি ঠেকানো সম্ভব হয় এবং মমিগুলো জাদুঘর ফিরিয়ে নেওয়া হয়- কিন্তু এরইমধ্যে এগুলোর অনেক ক্ষতি হয়ে গেছে। তাদের দেহের মধ্যে শুধু মাথাগুলোই অবিকৃত অবস্থায় আছে। ’

তবে ঘটনার সঙ্গে জড়িতদের কি শাস্তি দেওয়া হবে এ বিষয়ে কিছু জানা যায়নি।

মিশরের জাদুঘরে আরও কোনো ধরনের লুণ্ঠন এড়াতে শনিবার বহু মিশরীয় জাদুঘর ঘিরে মানববন্ধন করেন। এ জাদুঘরে মহামূল্যবান প্রাচীন নিদর্শন আছে।

এছাড়া শুক্রবার কায়রোসহ মিশরের প্রধান তিন শহরে মোতায়েন করা সেনাবাহিনীও লুণ্ঠনকারীদের হাত থেকে দেশ, জাতি এবং নিজেদের রক্ষার আহ্বান জানায়।  

ধ্বংসের হাত থেকে জাতীয় সম্পদ রক্ষার আইনানুযায়ী রোববার জাদুঘরের চারপাশে সামরিক ট্যাংক মোতায়েন করা হয়। তবে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্রটিতে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।