ঢাকা, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

‘দ্য পেইন প্রুফ ম্যান’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, মার্চ ১৭, ২০১৪
‘দ্য পেইন প্রুফ ম্যান’

ঢাকা: বালতি ভরে একগাদা ভাঙা কাচ একটি সাদা কাপড়ের ওপর রাখা হল। তার ওপর খালি পায়ে অনেকক্ষণ লাফালাফি করলেন স্লাইড শো তারকা জিম স্টিলিয়াননোস।

কিন্তু তার পায়ে একটি কাচের টুকরাও বিদ্ধ হল না!

এখানেই শেষ নয় তার বাহাদুরির গল্প। এবার ওই কাচের ওপরই তার মাথা রাখা হল। মাথার ওপর আরেকজন এসে দাঁড়িয়ে কিছুক্ষণ ঝাকি দিল। কিন্তু একি! এবারও তিনি অক্ষত। একটু আহ.. উহ...ও করলেন না।

অসহ্য ব্যথা সহ্য করা ক্ষমতার অধিকারী হওয়ার জন্য তাকে ব্যথারোধী মানব বা পেইন প্রুফ ম্যান বলা হয়। |

এ নিয়ে হাফিংটন পোস্ট একটি ভিডিওসহ প্রতিবেদন প্রচার করে। সাক্ষাৎকারে তিনি ব্যথা সহ্য করা ক্ষমতার গোপন কথা প্রকাশ না করলেও কিছু উপদেশ ঠিকই দিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে। তিনি এসব বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ড বলেও উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।