ঢাকা: ক্রিমিয়া ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। এছাড়া ওই কর্মকর্তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইইউ।
ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়া স্বাধীন হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই এ সিদ্ধান্ত জানাল ইইউ। রোববার রাশিয়ার যোগ দিতে গণভোটে আয়োজন করা হয়। সোমবার ক্রিমিয়ার পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেয়।
সেই গণভোটে রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষেই অধিকাংশরা রায় দেন। এতে ক্রিমিয়ার ৯৭ শতাংশ ভোটার রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ফলাফল ঘোষণার পরপরই নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিল।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪
**‘স্বাধীন’ ক্রিমিয়া ফিরছে রাশিয়ায়