ওয়াশিংটন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মিশরের চলমান আন্দোলন সম্পর্কে রোববার বলেন, দেশটির সংকট নিরসনে বিক্ষোভকারী সুশিল সমাজের প্রতিনিধি ও সরকারি প্রতিনিধিদের মধ্যে সংলাপ আয়োজনে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে।
সিএনএন টেলিভিশনের সাংবাদিক ক্যান্ডি ক্রাউলির কাছে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মিশরের গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার প্রয়োজন।
তিনি বলেন, ‘নিয়মতান্ত্রিকভাবে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে সহায়তা করতে হবে। আর এজন্য আমরা বর্তমান সরকার ও মিশরের সেনাবাহিনীর প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। ’
ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার মাধ্যমে হোসনি মোবারক দেশটির গণতন্ত্রে উত্তরণের জন্য যথেষ্ট পদক্ষেপ নিলেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই না। ’
কিনটন বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে মিশরে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এ বিষয়ে তিনি মোবারকের প্রতি জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১