ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নাগরিকদের নিরাপদে নিতে ভারতের বিশেষ বিমান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, জানুয়ারি ৩০, ২০১১
নাগরিকদের নিরাপদে নিতে ভারতের বিশেষ বিমান

নয়াদিল্লি: মিশরের চলমান বিক্ষোভের মধ্যে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরত আনতে বিশেষ একটি বিমান পাঠিয়েছে নয়াদিল্লি। খবর এনডিটিভির।



মিশরের রাজধানী কায়রোর উদ্দেশে বিশেষ এ বিমানটি এরই মধ্যে উড্ডয়ন শুরু করেছে। কায়রো থেকে ৩০০ নাগরিককে নিরাপদে সরিয়ে নিয়ে আসতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নাগরিকদের বেশিরবাগই নারী ও শিশু।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, মিশরে ভারতীয় কমিউনিটির অনুরোধে বিশেষ এ বিমানটির ব্যবস্থা করা হয়েছে। যেসব ভারতীয় দেশে ফিরতে চান তাদের জন্য এরই মধ্যে মিশরে নিযুক্ত নয়াদিল্লির দূতাবাস থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা বলেন, ‘ভারক সরকার তাদের নিরাপতে সরিয়ে আনতে সবকিছু করছে এবং যারা ভারতে আসতে চায় আমরা তাদের জন্য ব্যবস্থা করছি। ’

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।