ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিয়াটলে সাংবাদিকদের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪
সিয়াটলে সাংবাদিকদের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

ঢাকা: যুক্তরাষ্ট্রের সিয়াটলে সাংবাদিকদের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকালের এ ঘটনায় ২ জন মারা গেছেন।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ‍অভিযান চালাচ্ছেন। সিয়াটলের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, সংবাদ সংগ্রহে নিয়োজিত হেলিকপ্টারটি বিধ্বস্তের পর আগুন ধরে যায়। এতে দুজন নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সিয়াটলের ৬০৫ ফুট উঁচু টাওয়ার স্পেস নিডলের খুব কাছে হেলিকপ্টারটি রাস্তায় চলমান দুটি গাড়ির ওপর পড়েছে বলে জানায় ফায়ার সার্ভিস কর্মীরা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে,  হেলিকপ্টারটি সিয়াটলের স্থানীয় সম্প্রচার মাধ্যম কোমো’র (KOMO)।

কোমো জানিয়েছে, তাদের হেলিকপ্টারটি সেন্ট্রাল সিয়াটলের একটি ভবনের ওপর অবতরণ করার সময় বিধ্বস্ত হয়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।