ঢাকা, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

থাইল্যান্ডে জরুরি অবস্থা প্রত্যাহার হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, মার্চ ১৮, ২০১৪
থাইল্যান্ডে জরুরি অবস্থা প্রত্যাহার হচ্ছে

ঢাকা: তিনমাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের ঢেউ থেমে যাওয়ায় বুধবার থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করছে থাইল্যান্ড সরকার। ২২ জানুয়ারি ব্যাংকক ও আশপাশের প্রদেশগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়।



মঙ্গলবার মন্ত্রীপরিষদের বৈঠকে জরুরি ‍অবস্থা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রধান পারাডোর্ন পাট্টানাথাবুটর বলেন, আমরা জরুরি অবস্থা প্রত্যাহারে সম্মত হয়েছি।

গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে ব্যাংককে আন্দোলন শুরু হয়। বিভিন্ন অপরাধে অভিযুক্ত রাজনীতিবিদদের সাধারণ ক্ষমা ঘোষণা করতে বিল পাসের উদ্যোগ নেয় শিনাওয়াত্রার সরকার।

এরপর থেকে তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের অভিযোগ, নিজের ক্ষমতাচ্যুত ভাইকে অভিযোগ থেকে মুক্তি দিতে এ উদ্যোগ নিয়েছে শিনাওয়াত্রা।

আন্দোলনের মুখে বিলটি থেকে সরে আসে সরকার। অবশেষে আগাম নির্বাচন দেয়। বিরোধীদের বর্জনের মধ্য দিয়ে এক তরফা নির্বাচন হয়।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।