কায়রো: মিশরের অন্তত দুটি যুদ্ধবিমানকে রোববার কায়রোর ওপর দিয়ে বার বার চক্কর দিতে দেখা গেছে। বিক্ষোভে উত্তাল এ শহরে সামরিক শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে প্রচ- শব্দে বিমানগুলো উড়ে যাচ্ছে বলে বার্তাসংস্থা এএফপির সাংবদিক জানিয়েছেন।
বিমানগুলোকে বার বার বড় এ শহরটি চক্কর দিতে দেখা যায়। এ সময় মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের ৩০ বছরের শাসনের অবসানের প্রতিবাদে কায়রোর রাস্তা দখল করে থাকা লাখ লাখ প্রতিবাদকারীর মাথার উপর দিয়ে বিমানগুলো উড়ে যায়।
বিমানের এ মহড়া শুরুর কিছুক্ষণ আগেই মিশরের সরকারি টেলিভিশনে হোসনি মোবারক সামরিক অভিযান কেন্দ্র পরিদর্শন করেছে বলে ঘোষণা দেওয়া হয়।
এ সময় তিনি নতুন নিয়োগ পাওয়া ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমানসহ অবসর নিতে যাওয়া প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ হোসেইন তানতায়ুই এবং সেনাপ্রধান সামি আনানের সঙ্গে সাক্ষাৎ করেন বলেও জানা যায়।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১