ঢাকা, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ক্রিমিয়ায় ইউক্রেনীয় সেনা কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৩, মার্চ ১৯, ২০১৪
ক্রিমিয়ায় ইউক্রেনীয় সেনা কর্মকর্তা নিহত

ঢাকা: ক্রিমিয়ায় অবস্থিত একটি ঘাঁটিতে হামলায় ইউক্রেনের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।

ফেব্রুয়ারিতে সদ্য সাবেক ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চলটির নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে যাওয়া ও গণভোটের মাধ্যমে রুশের সঙ্গে ক্রিমিয়ার যুক্ত হওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে এই খবর এলো।



তবে, হামলার ধরনের কী রকম ছিল এ ব্যাপারে কিছু স্পষ্ট করতে পারেনি সংবাদ মাধ্যমগুলো।

ইউক্রেনীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নিজেদের ‘আত্মরক্ষায়’ ঘাঁটিগুলোর সেনাদের গুলি চালানোর অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদ মাধ্যমগুলো বলছে, কৃষ্ণ সাগর তীরবর্তী অঞ্চলটিকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার বিলে রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ও ক্রিমিয়ার প্রধান নেতা স্বাক্ষর করার পর এই হামলার খবর এলো।

এদিকে, রুশ প্রধানমন্ত্রী ও ক্রিমীয় নেতার মধ্যে সম্পাদিত চুক্তির নিন্দা জানিয়েছে পশ্চিমা শক্তিগুলো। এছাড়া, এ বিষয়ে আগামী সপ্তাহে হেগে বিশেষ বৈঠক ডেকেছে জি-৭ (রাশিয়া ছাড়া জি-৮ এর বাকি দেশগুলো) ও ইউরোপীয় ইউনিয়ন।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।