ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিখোঁজ বিমানটি দেখেছিলেন মালদ্বীপবাসী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪
নিখোঁজ বিমানটি দেখেছিলেন মালদ্বীপবাসী!

ঢাকা: মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজটিকে খুব নিচ দিয়ে উড়ে যেতে দেখেছিলেন বলে দাবি করেছেন মালদ্বীপের বেশকিছু অধিবাসী।

মালদ্বীপের নিউজ পোর্টাল হাভীরু অনলাইন www.haveeru.com.mv সে দেশের ধাল আটোলের কুদা হুভাদু দ্বীপের কয়েকজনের বরাত দিয়ে ১৮ মার্চ জানায়, ৮ মার্চ স্থানীয় সময় সকাল সোয়া ছয়টার দিকে তারা খুব নিচু দিয়ে একটি সাদা রঙের উড়োজাহাজ উড়ে যেতে দেখেছেন।

এ ছাড়াও মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজটির মতোই লাল দাগ দেখতে পেয়েছেন।

এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়া বুধবার একটি প্রতিবেদনও প্রকাশ করে।

নিউজ পোর্টাল হাভীরু দ্বীপের এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আরো জানায়, আমি আর কখনো এত নিচু দিয়ে কোনো উড়োজাহাজ উড়ে যেতে দেখিনি। আমরা সিপ্লেন দেখেছি। কিন্তু আমি নিশ্চিত এটি সে রকম দেখতে ছিল না।

তিনি আরো জানান, শুধু তিনিই একা নন, দ্বীপের অন্যান্য বাসিন্দারাও উড়োজাহাজটিকে একইভাবে উড়ে যেতে দেখেছেন।

এ ছাড়াও এক জেলে জানিয়েছেন, তিনি এমএইচ৩৭০ ফ্লাইটি পাঁচ হাজার ফুট উঁচু দিয়ে উড়ে যেতে দেখেছেন।

মালয়েশিয়াসহ অন্যান্য দেশও সমুদ্র ও স্থলে নিখোঁজ উড়োজাহাজটির খোঁজে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এ ছাড়াও চীনও সে দেশের সমুদ্র সীমার মধ্যে উড়োজাহাজটির খোঁজে তৎপরতা অব্যাহত রেখেছে।

মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট৩৭০ উড়োজাহাজটি ৭ মার্চ রাতে মালয়েশিয়া থেকে ২২৭ জন  যাত্রী ও ১২ জন স্ক্রুসহ চীনের উদ্দেশে রওয়ানার হওয়ার ৪০ মিনিটের মধ্যে নিখোঁজ হয়। তারপর থেকে সমুদ্রে ও স্থলে খোঁজে তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।