ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৫ সোমালি জলদস্যুকে আটক করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
১৫ সোমালি জলদস্যুকে আটক করেছে ভারত

নয়াদিল্লি: ভারতীয় তীরে প্রথমবারের মতো বড় আকারে জলদস্যুতা বিরোধী অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ড। এ অভিযানে একটি দস্যুযান ডুবিয়ে দেওয়াসহ ২০ জন জেলেকে উদ্ধার ও ১৫ সোমালি জলদস্যুকে আটক করা হয়।



ভারতের নৌবাহিনীর বরাত দিয়ে দ্য হিন্দুস্তান টাইমস রোববার এ তথ্য জানিয়েছে।

আরব সাগরের দক্ষিণপূর্ব অংশের লক্ষদ্বীপের শুক্রবার জলদস্যু বিরোধী অভিযান চালানো হয় বলে সংবাদপত্রটি জানায়।

গত এপ্রিল থেকেই আরব সাগরের পূর্বাঞ্চলে জলদস্যুরা স্বক্রিয় হতে শুরু করে। এ সময় তারা থাইল্যান্ডের প্রান্তালি নৌযান ছিনতাই করে এবং অন্যান্য বাণিজ্যিক নৌযানে হামলা চালাতে সেই নৌযান ব্যবহার করতে শুরু করে।

শুক্রবার বিকালে কোচি উপকূল থেকে ৩৭০ কিলোমিটার দূরে ভারতের আইএনএস কানকারসো নামের নৌযানটি দস্যুদের জাহাজ আক্রমণ করে। এ সময় নৌবাহিনীকে লক্ষ্য করে জলদস্যুরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে সেনারা পাল্টা গুলি ছুড়লে প্রান্তালিতে আগুন ধরে এবং তা ডুবে যায়।

গত প্রায় দুই দশক থেকে সোমালিয়ায় কোনো কার্যকরী সরকার না থাকায় দেশেটিতে জলদস্যুরা ক্রমেই শক্তিশালী হতে থাকে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।