মস্কো: মিশরে অব্যাহত সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত দেড় শতাধিক লোক নিহত হয়েছেন। একইসঙ্গে আহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে বলে রোববার আলজাজিরা টিভি চ্যানেল জানিয়েছে।
এর আগে টিভি চ্যানেলটি একশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। এর মধ্যে কায়রোসহ আলেক্সান্দ্রিয়া এবং সুয়েজ শহরে হতাহতের ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়।
এছাড়া রোববার সকালে কায়রো ভিত্তিক আলজাজিরার কার্যালয় বন্ধ করে দেওয়াসহ মিশরে সাংবাদিকদের পরিচয়পত্র বাতিল করা হয় বলে মিশরের সরকারি টিভি জানায়।
রোববার এর তীব্র প্রতিবাদ জানানোসহ কায়রোতে আল-জাজিরার ব্যুরো অফিস বন্ধ করে দেওয়ায় মিশরীয় সরকারের সমালোচনা করে বিবৃতি প্রকাশ করে আল-জাজিরা।
গত ২৫ জানুয়ারি থেকে মিশরের রাজধানী কায়রোতে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। এ সময় লাখ লাখ মানুষ মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের তিন দশকের ক্ষমতার অবসানের দাবিতে বড় আকারের বিক্ষোভ প্রতিবাদ শুরু করেন।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১