ঢাকা: আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের আস্তানা সম্পর্কে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান সুজা পাশা অবগত ছিলেন বলে নিউইয়র্ক টাইমস দাবি করেছে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এ পত্রিকার বুধবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওসামা বিন লাদেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল শাহ সুজার।
নিউইয়র্ক টাইমের জ্যেষ্ঠ সাংবাদিক কারলোট্টা গাল দাবি করেছেন, অভিযানের পরপরেই পাকিস্তানের এক কর্মকর্তা তাকে বলেছেন, যুক্তরাষ্ট্র প্রমাণ দিয়েছে, (সেসময়ের) আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ সুজা পাশা অ্যাবোটাবাদে লাদেনের অবস্থান সম্পর্কে অবগত ছিলেন।
২০১১ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের কমান্ডো বাহিনী নেভি সিলের ঝটিকা অভিযানে পাকিস্তানের রাজধানী ইসলামাদের অদূরে সামরিক একাডেমির কাছে অ্যাবোটাবাদে নিহত হন ওসামা বিন লাদেন।
আর এর মাধ্যমে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত বিন লাদেনকে ধরার মার্কিনি অভিযানের সমাপ্তি ঘটে।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪