ঢাকা: ক্রিমিয়া থেকে ইউক্রেনের সৈন্য ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়ে আসার পরিকল্পনা করছে ইউক্রেন সরকার।
কিয়েভে ইউক্রেনের নিরাপত্তা প্রধান আন্দ্রে পারুবি বলেছেন, তারা চান ক্রিমিয়ায় থাকা ইউক্রেনীয় সেনা ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত ও কার্যকরভাবে মূল ভূখণ্ডে নিয়ে আসতে।
এর আগে রুশপন্থিরা ইউক্রেনের দুটি নৌঘাঁটি দখল করে নেওয়ার পর এ পরিকল্পনার কথা জানালো কিয়েভ। যার মধ্যে ক্রিমিয়ায় অবস্থিত ইউক্রেনের নৌবাহিনীর সদর দপ্তর রয়েছে।
ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভূক্ত করার ব্যাপারে একটি চুক্তি সম্পাদনের পরদিনই এসব ঘটনা ঘটলো।
ন্যাটো মহাসচিব আন্দ্রেস ফগ রামুসসেন ক্রিমিয়া সংকটকে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তা ও স্থায়িত্বের ক্ষেত্রে গভীর হুমকি হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে, ক্রিমিয়া পরিস্থিতি নিয়ে নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে উত্তেজক পরিস্থিতিতে রুশ এবং মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪