কায়রো : মিশরের গণআন্দোলন ১৯৮৯ সালে চীনের গণতন্ত্রের জন্য রক্তক্ষয়ী বিক্ষোভের দিকে মোড় নিতে যাচ্ছে। এই আশঙ্কা প্রকাশ করে মিশরের অভ্যুত্থানকারীদের প্রতি সতর্কতা উচ্চারণ করেছেন মার্কিন সিনেটর ও রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন।
মিশরের গণ অভ্যুত্থান ক্রমাগত উত্তপ্ত হয়ে ওঠার কথা উল্লেখ করে রোববার তিনি সিএনএনকে বলেন, ‘আমরা কায়রোতে আরও একটি তিয়ানানমেন স্কয়ার দেখতে চাই না। ’
শুধু যুক্তরাষ্ট্রের মিত্র নয়, বিশ্ব সংস্কৃতির একটি কেন্দ্র মিশরে গর্জে ওঠা এই রাজনৈতিক সংকট সম্পর্কে তিনি বলেন, ‘এখানে আমাদের একটি শেখার বিষয় আছে আর তা হলো, এইসব দেশের ইতিহাসের স্বপক্ষে আমাদের অবস্থান নেওয়া দরকার। সব সময় যদি আমরা ইতিহাসের পক্ষে থাকি তবে তা স্বাভাবিকভাবেই সঠিক পথে ধাবিত হবে। ’
তিনি বলেন, ‘এই জরুরি অবস্থায় প্রেসিডেন্ট হোসনি মোবারকের উচিত দেশকে একটি উন্মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া। ’
ইরান এবং মুসলিম বিশ্বে এই আন্দোলনের প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা খুবই বিপদজ্জনক এবং ঝুঁকিপূর্ণ ব্যাপার। ’
তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এমন আন্দোলনের মধ্যে সত্যিকার গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার একটি সম্ভবনা আছে। যা মধ্যপ্রাচ্যের বেশিরভাগ বিতর্কিত রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ একনায়কতন্ত্র বা দমনপীড়নের শাসন ব্যবস্থা চিরদিন কেউ টিকিয়ে রাখতে পারে না। ’
ম্যাককেইন বলেন, ‘আমি আশা করি এখন থেকে আগের ঘোষণা অনুযায়ী মিশরে সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশটির রাজনৈতিক দলগুলো পূর্ণদ্যোমে জেগে উঠবে এবং গণতন্ত্রের ক্ষেত্রে মিশর মধ্যপ্রাচ্যের উদাহরণ হয়ে উঠবে। ’
বাংলাদেশ সময় : ০০২৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১