ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১০, আহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১
জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১০, আহত ৪০

জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।

খবর গার্ডিয়ান.কম.ইউকে।

পূর্ব জার্মানির স্যাক্সোনি অ্যানহাল্ট রাজ্যের রাজধানী ম্যাজবুগ্রেব নিকটবর্তী হরডর্ফ গ্রামের কাছে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। রোববার স্থানীয় কর্তৃপ এ খবর জানায়।

পুলিশ জানায়, শনিবার শেষ রাতের দিকে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। সেই সময় চারদিক ঘন কুয়াশায় ঢাকা ছিল। যাত্রীবাহী ট্রেনটির সামনের কামরার সব যাত্রী বাইরে ছিটকে পড়েন। ওই কামরার আসনগুলোও বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। অন্য কামরাগুলোতে আগুন লেগে যায়। তবে, বেশিরভাগ যাত্রীই তীব্র ধাক্কার কারণে আঘাত পেয়ে নিহত হয়েছেন।

এর আগে ২০০৬ সালে উত্তর জার্মানির এমসল্যান্ডে এক ট্রেন দুর্ঘনায় ২৩ জন নিহত হন। ১৯৯৮ সালে লয়ার স্যাক্সোনির এসকেদে একটি ট্রেন লাইনচ্যুত হলে ১০১ জন যাত্রী নিহত হন।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।