কায়রো: মিশরে রাজধানী কায়রোতে প্রেসিডেন্ট হোসনি মোবারকের তিন দশকের ক্ষমতার অবসানের দাবিতে সোমবার সকালেও বিক্ষোভকারীরা কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।
এর আগে মিশরের চলমান বিক্ষোভের রোববার দেশটির শীর্ষ বিরোধী নেতা মোহাম্মাদ আলবারাদি রাজধানী কায়রোতে সরকার বিরোধী লাখ লাখ বিক্ষোভকারীদের উদ্দেশে প্রতিশ্রুতি দেন, তাদের দেশে পরিবর্তন আসবেই।
কায়রোর কেন্দ্রস্থল তাহরির স্কয়ারে নোবেলজয়ী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে বারাদি বলেন, ‘আমরা যা শুরু করেছি তার থেকে সরে আসা সম্ভব নয়’। তিনি জনগণের বিক্ষোভকে ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেন।
মিশরে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। দেশটিতে সহিংসতায় দেড়শ লোক নিহত হওয়ার ঘটনায় রোববার তিনি উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানান।
এছাড়াও রোববার কায়রোতে আলজাজিরার ব্যুরো অফিস বন্ধ করে দেওয়ায় মিশরীয় সরকারের সমালোচনা করে বিবৃতি প্রকাশ করে আলজাজিরা।
গত ২৫ জানুয়ারি থেকে মিশরের রাজধানী কায়রোসহ অন্যান্য শহরে অব্যাহত সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত দেড় শতাধিক লোক নিহত হয়েছেন। একইসঙ্গে আহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে বলে রোববার আলজাজিরা টিভি চ্যানেল জানিয়েছে ।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১