ঢাকা: চীনের বিভিন্ন শহরে বায়ু দূষণ বর্তমানে বেশ আলোচিত বিষয়। অত্যধিক মাত্রায় দূষণের কারণে চীনা সরকারও চিন্তিত।
এরই প্রেক্ষিতে পরিস্থিতি অনুধাবন করে ‘স্মোগ ইন্সুরেন্স’ (দূষণ বিমা) চালু করেছে একটি কোম্পানি। চীনের যে ছয়টি শহর অতিমাত্রায় দূষিত সেসব শহরে পর্যটকদের জন্য এ বিমা চালু করা হয়েছ। সিট্রিপ নামে একটি অনলাইন ট্রাভেলস এজেন্সির সঙ্গে পিং এন ইন্সুরেন্স কো. এ বিমা চালু করেছে।
এ ট্রাভেলস এজেন্সির মাধ্যমে যারা তিন থেকে সাতদিনের প্যাকেজ ট্যুরের জন্য বুকিং দিবেন তারাই এ বিমার সুবিধা পাবেন।
যে ছয়টি শহরে প্রাথমিকভাবে বিমা চালু করা হবে সেগুলো হলো- বেইজিং, শাংহাই, গুয়ানঝু, জিয়ান, চেনদু এবং হার্বিন। শিগগিরই অন্যান্য শহরও বিমার আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪