ঢাকা, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

লোকসভা নির্বাচনে বিজেপির টিকেট পেলেন বাপ্পি লাহিড়ী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, মার্চ ২১, ২০১৪
লোকসভা নির্বাচনে বিজেপির টিকেট পেলেন বাপ্পি লাহিড়ী

ঢাকা: ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে টিকেট পেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও অভিনেতা বাপ্পি লাহিড়ী।

বৃহস্পতিবার রাতে দলীয় প্রার্থীদের মনোনয়নের সপ্তম তালিকা প্রকাশ করে বিজেপি।

১৪ জনের ওই তালিকায় রয়েছেন বাপ্পি লাহিড়ী।

পশ্চিমবঙ্গের শ্রীরামপুর আসন থেকে লড়বেন তিনি।

তালিকায় স্থান পাওয়াদের মধ্যে রয়েছেন বিজেপিতে সদ্য যোগ দেওয়া বি শ্রীরামুলু। তিনি কর্নাটকের বেলারি আসন থেকে লড়বেন।

এপ্রিলের ৬ তারিখ থেকে মে’র ১২ তারিখ পর্যন্ত ভারতজুড়ে চলবে সাধারণ নির্বাচন। নির্বাচনের ফল ঘোষণা করা হবে ১৬ মে।

১৬তম লোকসভা নির্বাচনে টানা দ্বিতীয়বার ক্ষমতা থাকা কংগ্রেস নেতৃত্বাধীন জোটকে হারানোর বেশ সম্ভাবনা রয়েছে বিজেপির।

প্রার্থী ‍বাছাই ও প্রচার-প্রচারণা সচেতনভাবে চালাচ্ছে দলটি।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।