ঢাকা: থাইল্যান্ডে অনুষ্ঠিত ২ ফেব্রুয়ারির সাধারন নির্বাচনকে অবৈধ বলে রুল জারি করেছেন দেশটির আদালত। মাসব্যাপী সরকার বিরোধী আন্দোলনের মুখে তড়িঘড়ি করে ওই নির্বাচন আয়োজন করেন দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।
কিন্তু ওই নির্বাচন বয়কট করেন দেশটির বিরোধীরা। ব্যাপক সহিংসতা মধ্যে বিতর্কিত ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে ভোট বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বিরোধীদের আন্দোলনের মুখে কয়েকটি প্রদেশে ভোট নেওয়া সম্ভব হয়নি। আন্তর্জাতিক মহলেও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে।
রুলে আদালত জানায়, এ নির্বাচন অবৈধ কারণ সারাদেশে একইদিনে নির্বাচন হয়নি।
একজন শিক্ষকের চ্যালেঞ্জের ভিত্তিতে এ রুল জারি করেন আদালত। এতে করে দেশটিতে শিগগিরই আরেকটি নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিল। তবে কবে সে নির্বাচন হতে পারে সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি।
বিরোধী নেতা সুথ্যেপ থাগসুবান বলেন, নতুন নির্বাচনেও একই ধরনের সমস্যা হবে।
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী সিনাওয়াত্রাকে অপসারণ করে ঐক্যমতের সরকার ‘পিপলস কাউন্সিল’ চায়।
সিনাওয়াত্রার ভাই, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট থাকসিন সিনাওয়াত্রা প্রশাসন নিয়ন্ত্রণ করছে এইমন অভিযোগ এনে গত নভেম্বর থেকে বিক্ষোভ চলছে থাইল্যান্ডে।
আন্দোলনকারীরা বলেন, থাকসিনের পুরো পরিবারই থাই রাজনীতিকে কলুষিত করে ফেলেছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪