ঢাকা, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গাড়ি জানান দেবে পার্কিংয়ের ফাঁকা স্থান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, মার্চ ২১, ২০১৪
গাড়ি জানান দেবে পার্কিংয়ের ফাঁকা স্থান!

ঢাকা: ব্যস্ত শহরে ঢুকেছেন। রাস্তার ধারে বা কোথাও গাড়ি পার্কিং করবেন ভাবছেন।

কিন্তু সামনে-পিছনে কোনো জায়গা ফাঁকা দেখতে পাচ্ছেন না। কী করবেন?  এ নিয়ে আপনাকে ভাবতে হবে না, এটা গাড়ির ওপর ছেড়ে দেন। গাড়ির স্থান গাড়িই খুঁজে নেবে।

শুনতে অবিশ্বাস্য মনে হলেও প্রযুক্তির বিশ্বে এ ভাবনা বাস্তব রূপ পেতে যাচ্ছে। আশার এ বাণী শুনিয়েছেন গাড়ি পার্কিং উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান স্ট্রিটলাইন ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়া ইউসুফ।

স্ট্রিটলাইন এমন সেন্সরের কথা বলছে, যার সহায়তাই গাড়িই রাস্তার সঙ্গে কথা বলবে পার্কিংয়ের ফাঁকা স্থান খুঁজতে! গাড়িই আপনার মোবাইলে বার্তা দিয়ে জানাবে কোথায় পার্কিংয়ের পর্যাপ্ত ফাঁকা স্থান রয়েছে!

গাড়ি পার্কিং নিয়ে ওয়াশিংটন ডিসিভিত্তিক অ্যাসপেন ইনস্টিটিউটের ‘অ্যাসপেন আইডিয়াস ফেস্টিভ্যাল’ এ নিজের প্রতিষ্ঠানের এমন চিন্তাভাবনা জিয়া ইউসুফ তুলে ধরেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

বলা হচ্ছে, স্ট্রিটলাইনের প্রযুক্তিতে নিয়ন্ত্রিত হবে যানবাহন ব্যবস্থা, কমাবে যানজট আর সাশ্রয় করবে পার্কিং খোঁজার সময়।

তবে কবে নাগাদ এ প্রযুক্তির ব্যবহার মানুষ দেখবে সে বিষয়ে বিস্তারিত বলা হয়নি প্রতিবেদনে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।