ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরে অনির্দিষ্টকালের ধর্মঘট

লাখো মানুষের মিছিল আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, জানুয়ারি ৩১, ২০১১
লাখো মানুষের মিছিল আহ্বান

কায়রো: মিশরের বিক্ষোভকারীরা সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সাধারণ ধর্মঘট ডেকেছেন । এছাড়াও তারা সরকার বিরোধি আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার বিক্ষোভের এক সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ‘লাখো মানুষের মিছিল’ আহ্বান করেছেন।



ঈদ মোহাম্মদ নামের একজন বিক্ষোভকারী এবং সংগঠক এএফপিকে জানান, ‘সারারাত ধরে আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মঙ্গলবার লাখো মানুষের মিছিল করা হবে। এছাড়া আমরা অনির্দিষ্টকালের জন্য সাধারণ ধর্মঘট করারও সিদ্ধান্ত নিয়েছি। ’ খালের শহর সুয়েজের শ্রমিকরা রোববার রাতে প্রথম এই ধর্মঘটের আহ্বান করে।

মোহাম্মদ ওয়াক্ত নামের অন্য একজন বিক্ষোভকারী জানান, ‘আমরা সুয়েজের শ্রমিকদের সঙ্গে যোগ দেব এবং যতোদিন পর্যন্ত না আমাদের দাবি মানা হচ্ছে ততদিন আমরা এই ধর্মঘট অব্যাহত রাখব। ’

৩০ বছর ধরে ক্ষমতায় থাকা মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারককে ক্ষমতা থেকে সড়ে দাঁড়ানোর জন্য বিক্ষোভকারীরা একসপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছে। রোববার রাতেও বিক্ষোভকারীরা রাতভর দেশটির কেন্দ্রস্থল তাহরির স্কয়ারে সমবেত হতে শুরু করেন। এই স্কয়ারে বিক্ষোবকারীরা সেøাগান দিতে থাকে, ‘যতক্ষণ পর্যন্ত এই কাপুরুষ (মোবারক) চলে না যাবে আমরা ততোদিন এই স্কয়ারে থাকব। ’

বাংলাদেশ সময়: ১৪১০ ঘন্টা, ৩১ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।