ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ছোট বিমান বিধ্বস্তে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪
অস্ট্রেলিয়ায় ছোট বিমান বিধ্বস্তে নিহত ৫

ঢাকা: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে ছোট বিমান সেসনা-২০৬ বিধ্বস্তে পাঁচজন স্কাইডাইভার (বিমান থেকে প্যারাস্যুট নিয়ে লাফিয়ে পড়েন যারা) নিহত হয়েছেন।

শনিবার সকালে ক্যাবুলচার এয়ারফিল্ডে ছয়জন স্কাইডাইভার নিয়ে বিধ্বস্ত হলে এর পাঁচজনই নিহত হন।



বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। ঘটনার পর পরই পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়।

তবে নিহত স্কাইডাইভারদের ও কোম্পানির নাম এবং বিধ্বস্তের কারণ এখন পর্যন্ত জানাতে পারেনি পুলিশ।

এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনা প্রত্যক্ষ করে এক প্রশিক্ষক মন্তব্য করেছেন, তিনি তার জীবনে এভাবে বিমান বিধ্বস্তের ঘটনা আর কোনো দিন দেখেননি।

এ ঘটনার পর পরই পুলিশ এয়ারপোর্টটি বন্ধ করে দেয়।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।