ঢাকা, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ক্রিমিয়ায় সামরিক নৌ-ঘাঁটি দখলে নিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, মার্চ ২৪, ২০১৪
ক্রিমিয়ায় সামরিক নৌ-ঘাঁটি দখলে নিল রাশিয়া

ঢাকা: ইউক্রেনের ক্রিমিয়ায় একটি সামরিক নৌ- ঘাঁটি দখল করে নিয়েছে রাশিয়ার সৈন্যরা। সোমবার ক্রিমিয়ান বন্দর নগরী ফিওডোসিয়া দখলে নিয়ে সেখানে থেকে ইউক্রেনের জাতীয় পতাকা সরিয়ে ফেলে তারা।



ইউক্রেনিয়ান আর্মি অফিসার লে. আনাটোলি মোজগোভয় বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে বলেন, রাশিয়ান সৈন্যরা তাদের ওপর গুলি করেছে। কিন্তু ইউক্রেনিয়ার সৈন্যরা নিরস্ত্র ছিল বলে কোনো জবাব দিতে পারেনি।

ঘাঁটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি হ্যাঁ সূচক জবাব দেন।

ক্রিমিয়ায় ইউক্রেনিয়ান মুখপাত্র ভ্লাদিসলাভ সেলেঞ্জভ বলেন, অটোমেটিক ফায়ারিং অস্ত্রের সঙ্গে রাশিয়ার সৈন্যরা ফ্লাশ গ্রেনেডও ব্যবহার করেছে। ঘাঁটির ভেতরে এখন বিপুল সংখ্যক রাশিয়ান সৈন্য অবস্থান নিয়েছে বলে তিনি জানান।

মাসখানেক আগে ঘাঁটির একাংশ দখলে নিলেও এবার পুরোটা নিয়ন্ত্রণে নিল তারা। সেবার ঘাঁটির অস্ত্রভাণ্ডার, ব্যারাক ও কমপাউন্ডসহ অন্যান্য সুযোগ সুবিধা পেতেন ক্রিমিয়ান সৈন্যরা।

গত সপ্তাহে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়ার স্বাধীনতা ঘোষণা করেন পার্লামেন্ট। পরে পুতিন ক্রিমিয়াকে আনুষ্ঠানিকভাবে নিজেদের করে নেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।