ঢাকা: চীনের মালয়শিয়া দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে নিখোঁজ উড়োজাহাজের যাত্রীদের পরিবারের সদস্যসহ শত শত মানুষ।
গত দুই সপ্তাহ ধরে মালয়শিয়া সরকারের ‘অসত্য তথ্য’ প্রদানের অভিযোগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে (বাংলাদেশ সময়) তারা এ বিক্ষোভ করেন।
সোমবার রাত ৮টার দিকে মালয়শিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সংবাদ সম্মেলন করে জানান, মালয়শিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজ এমএইচ-৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে এবং উড়োজাহাজের কোনো যাত্রীই বেঁচে নেই।
তার এ ঘোষণায় নিখোঁজ উড়োজাহাজের চীনা যাত্রীদের পরিবারের সদস্যরা বেইজিং-এ মালয়শিয়া দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, মালয়শিয়া সরকার নিখোঁজ উড়োজাহাজের বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি।
বিক্ষোভকারীদের কয়েকজন দূতাবাসের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
এসময় বিক্ষোভকারীদের বিভিন্ন প্ল্যাকার্ডসহ দূতাবাসের সামনে অবস্থান করতে দেখা যায়।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪
**‘কেউ বেঁচে নেই, মালয়েশীয় উড়োজাহাজ ভারত মহাসাগরে বিধ্বস্ত’